১০৯. চুনোপুঁটি
মুহাঃ মোশাররফ হোসেন
চুনোপুঁটি লাফায় বেশি
ভাজি খেতে মজা বেশি।
উজান জ্বলে লাফায় পুঁটি
সহজে শিকার হয়,
রাঘববোয়াল মুচকি হাসে
ওত পেতে সে রয়।
দেশের যত আম-জনতা
ডাঙ্গার চুনোপুঁটি,
সবার রক্ত গিলছে রাঘব
ধরছে যে চেপে টুঁটি!
ফুলে-ফেঁপে যাচ্ছে বোয়াল
দেশটা শীর্ণকায়,
রাঘবগুলোর হরিলুটে
বেঁচে থাকা বড় দায়।