১০৮. বাঁশ
মুহাঃ মোশাররফ হোসেন
হায়! হায়! চলে যায় যেনো এজীবন,
বাঁশ নিয়ে কার-বার চলে অকারণ।
আমাদের দেশে খুবই জনপ্রিয় হলো বাঁশ,সুযোগ পেলে জনগন যত অপকর্ম করে দেয় ফাস।
উপর মহল থেকে নিচের মহল,
চারিদিকে দেখো ভাই বাঁশের দখল।
পারছে যেখানে যে দিয়ে যায় বাঁশ।
বাঁজিয়ে বাঁশের বাঁশি করে সর্বনাশ।
সরকারি ভবনেতে বর্তমানে প্রানের ঝুঁকি থাকে,
রডের বদলে বাঁশ দেয়া হয়ে থাকে।
রেল লাইন রাস্তায় বাঁশ দিয়ে রাখে,
জনতা তাকিয়ে রয়, চমকিত চোঁখে।
ভাবিনি কখনো হায় এই হবে শেষে,
সোনার দেশটা আজ ভরে যাবে বাঁশে।