১০৭. এলো বৈশাখ
মুহাঃ মোশাররফ হোসেন
আজ এলো ১লা বৈশাখ নতুন দিনের নতুন আশায়,
জীবনটাকে বদলে নিয়ে যাবে সৃষ্টি কর্তা আছি সেই অপেক্ষায়।
সৃষ্টির স্পর্শে জগত হাসে অনিন্দ্য সুন্দরও উল্লাসে,
মেঘে মেঘে রঙ-ধনু জাগে আজ মুক্ত আকাশে।
যদিও, গগণে ঘন কালো মেঘ রৌদ্দুর লুকোচুরি নিদ্রাহীন,
জাগে নব রূপে কৃষাণী-কৃষাণ, তরণী-তরুণ।
এখানে ঘুর্ণি ঝড়ের ঝাঁপ্টা পশ্চাৎ ধাওয়াই;
ব্যাবসায়ীরা খুলে হালখাতা, সাজে পত্র পল্লব , ফুটে পুস্প মল্লিকা অজস্র দ্বারায়।
কত রঙ, কত বিচিত্র নিশি দেখা দেয় এসে,
বসুন্ধরা ছেড়েছে দূর্বার গতিতে মানুষের ভাল বেসে।
নব সুরে বাজে কত রাগ রাগিণী!
মায়ের বুকে উঁচু শীষে নতুন ধানের গন্ধ ছড়ায়.
তা দেখে, স্বপ্নের ছবি আঁকে কৃষাণ কৃষাণী।
এই বৈশাখে কত উৎসব কত গান গেয়ে চলে,
আজ ১লা বৈশাখ তাই নব নব আনন্দ ধারা মনে বহে।
হটাৎ বহে বায়ু শন শন বাজে ঘূর্ণি নাছন
ভ্রান্তের স্পর্শে বৈশাখের ঐতিহ্য আজ ছন্দপতন!
আজ ১লা বৈশাখ পান্তা -ইলিশের জালে বন্ধী !
এ কি বৈশাখ!
নাকি বাঙ্গালীর ঐতিহ্যের সঙ্গে তামাশা?
এখানে তো প্রেম অচিন, বিদ্রোহী রঙের হাতিয়ার,
থর-থর করে সারা শরীর, অভয় নেই তো আর।