১০৬. সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুম্মাহ
মুহাঃ মোশাররফ হোসেন
সপ্তাহের শ্রেষ্ঠদিন হলো শুক্রবার বা জুম্মাহ,
এই দিনে আল্লাহ ক্ষমা করেন সমস্ত সগীরা গুনাহ।
এই দিনে হযরত আদম(আ)কে সৃষ্টি করা হয়েছে,
এই দিনে তাঁকে বেহেশতে স্থান দেওয়া হয়েছে।
এই দিনেই তিনি পৃথিবীতে করেন অবতরণ,
এই দিনেই আবার তিনি করেন মৃত্যুবরণ।
এই দিনে একবার দরুদ পাঠালে দশবার রহমত পাবে,
প্রথম ঘন্টায় জুমায় গেলে ঊট কুরবানীর সাওয়াব হবে।
এই দিনের এবাদতে রয়েছে অনেক রহমত,
এই দিন’ই হবে আখেরী, রোজ-কিয়ামত !!