১০৪. তোমার দেখা
মুহাঃ মোশাররফ হোসেন
যেদিন দেখেছি সেদিন ভেবেছি তুমি একটা লাল পরি,
কতদিন কেটে গেলো এখনও তোমায় বলতে পারিনি মনের ইচ্ছেগুলি।
অনেকবার ভেবেছি বলবো তোমায়' আমার মনের কথা,
কিন্তু ভয় লাগে যদি তুমি দুরে চলে যাও মনে দিয়ে ব্যথা।
দিনক্ষণ মনে নেই, মনে আছে শুধু সেই রাতের কথাটা,
যেদিন তুমি আমার পাশে বসে দূরে কোথাও গিছিলে,
ঐ রাতে আমি তোমায় বলতে চাইছিলাম আমার মনের কথাটা।
সেই রাতে শুধু দেখে গিয়েছি তোমার হাসিমাখা সেই মুখটি,
ভেবেছি কোনোদিন চাই না আমি তোমার কাছ থেকে মুক্তি।
সেই রাতের কথা আমার আজও মনে পড়ে,
যে রাতে আমার চোখ প্রথম তোমার দিকে পড়েছিলো,
কি অপরুপ নয়ন দুটি তোমার' যা আমাকে পাগল করে দিয়েছিলো।
সেই রাতে কেউ নেই শুধু পড়ে ছিলাম তোমাকে নিয়ে,
তখন ভাবতাম কি হবে যখন তুমি থাকবে না আমার পাশে,
কি করবো আমি এই ভাবতাম তোমাকে নিয়ে।
স্বপ্ন আজ সত্যি হলো না, তুমি নেই আমার পাশে,
ফাঁকি দিয়ে চলে গেছো আমায়,
অনেক দুরের অজানা ঠিকানায়।
আজও মনে পড়ে তোমার সেই রাগের কথা আমায়,
আনন্দ কাকে বলে, শুধু তাই শিখিয়েছিলে আমায়।