১০৩. বৃষ্টি
মুহাঃ মোশাররফ হোসেন
সন্ধ্যা হতেই নেমেছে বৃষ্টি, আজকে রাত্রি কালে,
আকাশ জুড়ে কালো মেঘেরা লুকোচুরি খেলে।
বৃষ্টির ধারা ঝরিছে অঝোরে,
নদী খেত মাঠ, জ্বলে আছে ভরে।
ফসলের ধারে, রাঙ্গীয়ে আছি আমি বৃষ্টিতে ভিজে এই রাত্রি,
তোমরা সকলে এসো, আমাকে নিয়ে যাও এই রাত্রি।
বৃষ্টি ভেজা বাদল রাত্রে, মাঝিরা নাহিকো খেয়াঘাটে,
বিজলী চমকায় আকাশের গায়, মেঘে মেঘে রাত্রি কাটে।
দূরে গাঁয়ের পথের বাঁকে, এক হাঁটু জ্বল জমে থাকে,
একটা সাপে ব্যাঁঙ ধরেছে, আমাদের নদীর ঘাটে।
কালো জ্বলে তার, রাজহাঁসের দল, বৃষ্টিতেও সাঁতার কাটে।
অজয় নদে বান ডেকেছে, উপছে পড়ে প্রবল ঢেউ,
মাঝি একা বসে ঘাটে' নাইকো কূলে আর কেউ।
মুষলধারায় বৃষ্টি পড়ে, গাছ-গাছালির পাতা নড়ে,
বর্ষায় ভিজে রাস্তায় কুকুর ডাকে ঘেউ ঘেউ,
আমি দেখি জানলা খুলে, আর দেখে না কেউ।
ঝম ঝমা ঝম বৃষ্টি পড়ে, গাঁয়ে লাগে জ্বল,
বাসায় ভিজে পাখিরা সব, করছে কোলাহল।
বৃষ্টি পড়ছে মুষলধারে,
মেঘ জমেছে আকাশপারে।
সারা রাত অঝোর ধারায়, বৃষ্টি ঝরে অবিরল,
জেগে জেগে একেলা দেখি, নেমেছে বৃষ্টি বাদল।