১০২. ইফতার
মুহাঃ মোশাররফ হোসেন
অপেক্ষায় আছি রোজা খোলার
আছি যে পাশে চুলার।
বেগুনি আর আলুর চপে
তেল-এর সাথে গপে!
পিয়াজু বলে রে ডেকে
উঠাও,থালে দাও রেখে….।
সময় যে বেশি নেই বাকি
বেলা যায় যে দিয়ে ফাঁকি।
বসব মিলে সভাতে
সন্ধ্যার লাল আভাতে।
আনন্দ এ আয়োজনে
মনে সুখ ক্ষণে ক্ষণে।
রহমত চারপাশে
রমজানের এ মাসে।
সময় বেশি নেই আর
সবাই মিলে খাই ইফতার।