১০১. সেহরি
মুহাঃ মোশাররফ হোসেন
মসজিদের মিনার হতে ডাক পড়েছে,
জাগলো ঘুমের পাড়া।
প্রভুর হুকুম করতে পালন,
মুমিনেরা দিলো সবাই সাড়া।
ঘরে ঘরে যেনো ধুম পড়েছে,
আয়োজন করে খাবার।
থাকে যদি কেউ ঘুমের ঘোরে,
ডেকে দেয় যে আবার।
প্রভুর তরে রাখবে রোজা,
তবে কেন আর করি দেরি।
নির্ধারিত সময় শেষের আগেই খাবো,
আল্লাহুর বরকতময় সেহরি।