প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১১:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৩, ১:৪৬ এ.এম
২৫৮. স্বাধীন
স্বাধীন
মুহাঃ মোশাররফ হোসেন
স্বাধীন দেশে থেকে মোরা
কেন হয়েছি পরাধীন,
পরাধীন যদি থাকব মোরা
কেন করেছো দেশটা স্বাধীন?
কারো প্ররচণায় না থেকে
নিজ ভাব প্রকাশ করায় স্বাধীন,
সেই ভাব যদি স্বাধীনভাবে করতে
না পারো তবে মোরা রয়েছি পরাধীন।
ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে
দেশটা করেছি মোরা স্বাধীন,
সেই দেশে থেকে কেন
থাকতে হবে পরাধীন।
থাকব নাকো বদ্ধঘরে
চলতে হবে স্বাধীন ভাবে,
সেই স্বাধীনতার বাঁধা এলে বুঝতে
হবে রয়েছি মোরা পরাধীনভাবে।
স্বাধীন দেশে থেকে মোরা
কেন থাকবে পরাধীন,
পরাধীন যদি থাকবে মোরা
কেন করেছে দেশটা স্বাধীন???
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।