২৫৭. শিক্ষক
মুহাঃ মোশাররফ হোসেন
শিক্ষক হলো মোদের
জাতীর গুরু,
শিক্ষকের দীক্ষা নিয়ে
জীবনযাত্রা করি মোরা শুরু।
শিক্ষক মোদের
দিয়েছে শিক্ষা,
সেই শিক্ষা নিয়ে
পেয়েছি মোরা দীক্ষা।
দীক্ষা নিয়ে সমাজটাকে
জ্বালাবে আলো,
দীক্ষায় পরিবর্তন করিলে সমাজ'
নিজেকে লাগবে যে ভাল।
শিক্ষকের দীক্ষায় সব সময়
আলোকিত সমৃদ্ধির পথে সহযোগী হবে,
সেই দীক্ষা জ্ঞানের দিকে
তোমাদের আপন দিশা দেবে।
শিক্ষকের দীক্ষা নিয়ে
আজ হতে নিতে হবে শ্বপথ,
শিক্ষক দিনে দিনে দেখাবে
জীবনের উজ্জ্বল পথ।।