প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১২:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৩, ১:২০ এ.এম
২৫৫, মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “সত্য মিথ্যা”
মুহাঃ মোশাররফ হোসেন
ইসলামের আলো যদি
থাকে সবার অন্তরে,
কোন পাপাচার আসবে না
কোন দিন নিজের দুয়ারে।
সত্য কথা বললে পরে
লাগে বড় তিতা,
মধু মিশ্রিত মিথ্যা কথায়
শুনতে লাগে মিঠা।
মিথ্যা কথার আবদ্ধে
সত্য চাঁপা পড়ে,
সত্যবাদীর চোখের জলে
মিথ্যা বাদি হাঁসে।
বিফল হবে ইবাদত
সত্য ছেড়ে দিলে,
মিথ্যার পুজা করিলে
যাবে জাহান্নামের তলে।
ছেড়ে দাও ভণ্ডামি
হবে তুমি জান্নাতি,
সত্যকে আঁকড়ে ধরো
সদা পাবে প্রশান্তি।।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।