জাবির আহম্মেদ জিহাদ (জামালপুর) প্রতিনিধি: লাখো দর্শকের উপস্থিতিতে জামালপুরের ডেবলা এলাকায় চলছিল আবহমান নৌকা বাইচ প্রতিযোগিতা।কিন্ত শেষে এসে যেন কোথা থেকে উড়ে আসলো বিপদ।তুফানের সাথে সোনার তরী পাল্লা দিতে গিয়েই লাখো মানুষের মজাকেই বিফলে ফেলে দিলো এ দু নৌকা । শুক্রবার(২২ সেপ্টেম্বর)বিকালে এই খেলা আরাম্ভ হয়।ভালোই ভালোই খেলা চললেও সোনার তরী মারমারির আসল হাতিয়ার বলে একাধিক দর্শক অভিযোগ করেন। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মির্যা আযম এম.পি। খেলা দেখতে আসা সরকারি ইসলামপুর কলেজের শিক্ষার্থী আসাদুল্লাহ বলেন- আমাদের নৌকা মনিরাজ ফাইনালে উঠেছিল কিন্তু বিপদ ঘটালো সোনার তরী নৌকার খেলোয়াড়রা।তুফানের সাথে তাল বাজিয়ে লাখো দর্শকের খেলা দেখার মজাটায় নষ্ট করে দিলো।আমরা প্রায় সকল দর্শক তুফানের পক্ষে ছিলাম।