প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১০:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২৪, ৪:৩৪ পি.এম
২৯৭.ক্ষমতার চেয়ার
ক্ষমতার চেয়া
মুহাঃ মোশারফ হোসেন
দেশে চলছে উপজেলা নির্বাচন
করছে নেতারা সব চেয়ার নিয়ে টানাটানি,
এই ক্ষমতার চেয়ার নিয়ে করছে
সব নেতারা মারামারি আর হানাহানি।
এই ক্ষমতার চেয়ারের জন্য
থাকছেনা কোনো হিতাহিত জ্ঞাণ,
সেই ক্ষমতার জন্য হারাচ্ছে
অনেক নেতারা মান সম্মান।
ক্ষমতার চেয়ারে বসে মঞ্চে উঠে
নেতারা দিচ্ছে ভাষণ,
কিছু কু-চক্র দূর থেকে চক্রান্ত করছে
কেমনে নিবে কেড়ে ক্ষমতার এই আসন।
ক্ষমতা পেয়ে নেতারা করছে
অর্থের ভাগাভাগি,
আর কর্মিরা ভাগ না পেয়ে
অন্যের সাথে করছে লাগা-লাগি।
এই যদি হয় এদেশের রাজনৈতিক
নেতাদের অবস্থা,
তবে কেমনে করিবে
অসহায় গরীবদের সু-ব্যাবস্থা?
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।