প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১১:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৩, ৫:০৮ পি.এম
২৬৫. “নির্বাচনী তফসিল”
নির্বাচনী তফসিল
মুহাঃ মোশাররফ হোসেন
৭ই জানুয়ারী ২০২৪ নির্বাচনের
তারিখ ঘোষণা করছে নির্বাচন কমিশন,
জনগণের মুক্তির সংগ্রামে
ভোটের মাধ্যমে করতে হবে নির্বাচন।
দেশের উন্নায়নের ধারা বজায় রাখতে
নির্বাচনে করতে হবে অংশগ্রহণ,
সরকার গঠন করতে নির্বাচনে
অংশ নেওয়া একটি গুরুত্বপূর্ণ ক্ষণ।
জনগণের মুক্তির উৎসবে আমরা
নির্বাচনের দিকেই দিই দৃষ্টি,
চারিদিকে শুধুই দেখি হৈ চৈ
এইবার করো তোমাদের ভোটের সৃষ্টি।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।