প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৩, ৪:২৪ পি.এম
২৬১. “জাগো মুসলিম”
জাগো মুসলিম
জাগো মুসলিম এক হও
মনে পেয়োনা ভয়,
নারায়ে তাকবীর বলে পুরাতন কেবলা
মসজিদে আকসাকে করতে হবে জয়।
ইয়াহুদীদের বাহাদুরির
বিরুদ্ধে রুখে দাড়াও সবাই,
নবীদের মিলনস্থল মসজিদে আকসা
বিজয় অবশ্যয় হবে করছে তারা লড়াই।
ওহে শুনো! রুখে দাড়াও"
বিশ্বের সকল মুসলমান,
ফিলিস্থিনির যুদ্ধের ডাকে
দাওগো সাড়া জীবন করো দান।
ঝরছে চোখের পানি
করছে কত হাহাকার,
অবশ্যয় দেখছেন আল্লাহ
ইয়াহুদীদের কৃতকর্মের করবেন বিচার।
বিজয়, ইনশাআল্লাহ হবেই
এই উপত্যকা গাজা ,
বিশ্বের বুকে মর্যদাবান হয়ে
ইনশাআল্লাহ হবে তারা রাজা ।
জাগো মুসলিম এক হও
মনে পেয়োনা ভয়,
নারায়ে তাকবীর বলে পুরাতন কেবলা
মসজিদে আকসাকে করতে হবে জয়।।।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।