প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৩, ৬:০৩ পি.এম
কবিতা২৬০. “জনদরুদী মিজান ভাই”
জনদরুদী মিজান ভাই
মুহাঃ মোশাররফ হোসেন
এক অদ্ভুত জনদরুদী দেশসেরা
উদ্ভাবক মিজান ভাই,
সর্বদা গরীব অসহায় মানুষের জন্য
নিজেকে উৎস্বর্গ করেন তাই।
মিজান ভাই সাদা মনের লোক
স্বার্থ ভেবে করেন না কোন কাজ,
এতিম মিসকিন, অসহায় মানুষের জন্য
অন্যের কাছ থেকে সহযোগিতা নিতে পাই না লাজ।
কর্ম দক্ষতার জন্য নিজ দেশের কাছ থেকে
যিনি পেয়েছেন উপহার,
নিজের সম্পদ বিলিন করে দেন তিনি
করবো না তুলনা কারো সাথে তাহার।
অসহায় আর দরিদ্রদের মাঝে
সররদা নিজেকে করে বিলীন,
এমন লোকের সাথে থেকে
নিজেকে করি মলিন।
এমন লোকের সন্ধান পাবে না তোমরা
যিনি নিজেকে দেখাই না কোন শক্তি,
সকল কাজের জন্য তার সাথে থেকে
করি আমরা এত ভক্তি।।।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।