প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৩, ৪:৪৩ পি.এম
কবিতা২৫৯. “চরিত্র”
চরিত্র
মুহাঃ মোশাররফ হোসেন
সততা, নিষ্ঠতা যদি হয়
মানুষের চরিত্র,
ন্যায় পরায়ন সৃষ্টতা
সেই মানুষকে করে পবিত্র।
চরিত্রবান মানুষ সত্যের পথে
চলে ত্যাগের মতন,
জীবনের সকল আশা
হতে পারে পুরন।
চরিত্রবান মানুষ দুর্বল নয়
হয় সে মানবতা সম্পন্ন,
শক্তি আছে তার
আত্মাকে করে আচ্ছান্ন।
নিজ থেকে সবাইকে
করে বহু সম্মান,
চরিত্র তার শাশ্বত, জ্যোতিরূপ আলোকিত,
হবে না কারো সমান।
হিংসা বিদ্বেষ কোনোটাই
তার ভিতর নাহি পায় ঠাই,
চরিত্রের গুণাগুণ একমাত্র
আল্লাহুর ভালোবাসার মধ্যেই স্থান পায়।।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।