আমি বাঁচতে চাই তোমাকে নিয়ে
মুহাঃ মোশাররফ হোসেনে
যেদিন থেকে তোমায় বেসেছি ভালো,
সেইদিন থেকে বেঁচে থাকা তুমিই আমার দুই নয়নের আলো।
এই চোখে দেখি শুধুই তুমি"
ঐ আমার প্রিয় আকাশ
ঐ আমার প্রিয় বাতাস"
আমার নদীজল, আমার পৃথিবী,
আমার নিঃশ্বাস, আমার বিশ্বাস,
শুধুই দেখি যে তুমি!
আমি তোমারই হৃদয়ে থাকি, তোমারই হৃদয়ে হারাই,
তোমারই মাঝে, নিজেকে খুঁজে বেড়াই।