প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১২:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৩, ৪:৫৯ পি.এম
২৬৮. আমি ধন্য
মুহাঃ মোশাররফ হোসেন
আলোকিত হয়ে বুকে এসেছে
পেয়েছি এক নতুন প্রেম,
মা-বাবা হৃদয়ে ভরে উঠছে
বুকভরা ভালবাসা আকাশের মত সেম।
মা-বাবার শত যন্ত্রনা কষ্টের সাথে
করে নেই যদি যুক্ত,
সব আশা, ভালবাসা দিয়েই
হবো আমরা উভয়ে মুক্ত।
এক নতুন জীবন নিয়ে
এই ভুবনে এসে দিয়েছে দৃষ্টি,
সকল শোক হারিয়ে
করেছে নূতন জীবনের সৃষ্টি।
অনেক অনুশোচনা, ধীক্কারে
হয়েছিলাম আমি গন্য,
এ ভুবনে আলোক ঝলমলে ভাবে
পেয়েই আজ আমি হয়েছি ধন্য।।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।