প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১২:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৩, ২:১০ পি.এম
২৭১. অসহ্য
অসহ্য
মুহাঃ মোশাররফ হোসেন
সরল মনের মানুষ আমি
দুইটি পুত্র ঘরে,
একটা মেয়ে আছে ঘরে
লেখাপড়া সে পারে।
দুটি পুত্রের একটির সঙ্গ খারাপ
লেখাপড়ায় দেই সে ফাকি!
আরেক পুত্রের ঘুমের জন্য
আমরা উভয়েই জেগে থাকি।
বয়স আমার প্রায় শেষ
বাহুতে কমে আসছে বল,
ভারি কর্ম করতে না পেরে
সর্বদা চোখে আসে জল।
পরিবারের সবাই মিলে
ছলছতুরি করে চলে,
মনের কষ্ট মনে রেখে
অশ্রুই ভাসায় চোখের জলে।
সহজ সরল মানুষ আমি
সত্য পথে চলি,
যেখানেই বসি সেথায় আমি
সর্বদা সত্য কথা বলি।
পরিবারের শত ঝামেলা সামলাই আমি
মনে আছে আমার ধৈর্য্য,
বুকের জ্বালা বুকে রাখি
বরন করে নেই সকল অসহ্য।।
@কপিরাইট//priyojhanpa.net. 2024. লেখক মুহা: মোশাররফ হোসেন।