৯১. জগৎ সংসার

May 16, 2023

৯১.

জগৎ সংসার

মুহাঃ মোশাররফ হোসেন

ডাক শুনিলে আঁখি খোলে
পুষ্পে প্রজাপতি দোলে,
না কাঁদিলে দুধ না মেলে
শিশু বাচ্চা উঠবে কোলে।


মায়ের সঙ্গে করবে খেলা,
এ জগৎ সংসারে,
পেছন থেকে ডাকবে লোকে
মিষ্টি হাসি তাদের মুখে
কথায় যেনো মধু ঝরে।


সবকিছু লুটিবে ওরে
তারাই তোমার অগোচরে,
এ জগৎ সংসারে!
সুখের তরী অদূর পানে
বুঝা যায়রে মাঝির গাঁনে
আসছে তরী  কূলে ফিরে।


যখন তরী আসে তীরে’
তোমার হদিশ তখন থাকে না রে,
এ জগৎ সংসারে।


অচিন পাখি ডাকি ডাকি
বলবে আর কিছুদিন থাকি
অবহেলায় হৃদপিঞ্জরে।


একদিন পাখি যাবে উড়ে
ফিরবে নারে পেছন ফিরে,
এ জগৎ সংসারে।


ধনীর ধনও খাবে ঘুণে
ঘুণ হাসবে ধনীর শ্বাসনে
কাটবে সে সব, শব্দ করে।


কৃপন ধনী রইবে পড়ে
তিমির রাতে নীরব ঘরে,
এ জগৎ সংসারে।


কিসের বড়াই কিসের লড়াই?
কার জোড়ে ভাই, কে প্রাণ হারায়?
এই ক্ষমতায় মন না ভরে।


অধিক অধিক চাওয়ার তরে
অকালে প্রাণ ভূমি ছাড়ে,
এ জগৎ সংসারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *