৬৭. বিশ্বটাকে সাজাই

May 15, 2023

৬৭.

“বিশ্বটাকে সাজাই”

মুহাঃ মোশাররফ হোসেন

নবীন প্রাণের নবীন ছোঁয়ায় দূর করো সব অন্ধকার ,

ভুলিয়ে দাও মিলিয়ে দাও আর্ত-দুঃখীর হাহা-কার।

শক্ত হাতে বজ্র কন্ঠে এগিয়ে যাও সতেজ করে ঈমান ,

আমরা স্বাধীন আমরা মুমিন আমরা হ’লাম নবীন প্রাণ।

কেমন করে বদ লোকেরা ভুলাবে মোদের অনিষ্টতে?

আমরা যদি সুদৃঢ় হই ভালো কাজে ঐক্যমতে।

এসো ভাই সবাই মিলে ঐক্য গড়ে তুলি আগে ,

নতুন করে ঢেলে সাজাই মোদের এই বিশ্বটাকে।

যাবি যদি দেরী কেনো এখনি চলো মিলাই হাত ,

অনিয়ম সব বদলে ফেলি দেখাই মোদের তিলেসমাত।

সাহস নিয়ে বুদ্ধি দিয়ে যেভাবেই হোক যুদ্ধে নামি,

মনে রাখিস ফরয এ কাজ, দামি এযে সবচেয়ে দামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *