৬১. ঈদের শিক্ষা

May 15, 2023

৬১.

“ঈদের শিক্ষা”

মুহাঃ মোশাররফ হোসেন

শুধু ঈদের দিন হাসি-খুশী

ক্ষণিকের ভালো বাসা-বাসি,

ছিয়াম রাখেনি অতিভোজী মানুষ

অন্তরে অতি হিংসা রেষারেশি।

ছালাত-ছিয়াম ছাড়াই বেশি খুশী

রাজকীয় পোষাক দেহে অহংকারী হাসি;

অসহায় অনাথ খাদ্য-বস্ত্রহীন কাঁদে বসি’

তবুও ধনীদের আনন্দ রাশি রাশি।

মুখে তোমার মধু মাখা কথা

দীল-কলিজা ভরা হিংসা বিদ্বেষা,

একটু সুযোগ পেলেই দাও ব্যথা

তব মনে কেন এত শত্রুতা?

হিংসা-বিদ্বেষ বিভেদ ভুলতে হবে

মুসলিমকে শুধু দুই ঈদের দিনে!

আর আমরণ অসহ্য যন্ত্রণা দেবে

কেনো মানুষকে অকথ্য নির্যাতনে?

ঈদের দিনে যেমন হিংসা-বিদ্বেষ ভুলে

ছালাত কায়েম করতে হবে সকলে,

সবার কাঁধে কাঁধ মিলাবে বন্ধুত্বের দীলে।

তেমনি আজীবন ভুলে বিভেদ অহংকার

মায়া-মমতা আর প্রীতির বন্ধনে,

গড়তে হবে তোমায় ব্যক্তি-পরিবার

আর এ সমাজ অহীর বিধানে।

ঈদের দিনের এই মহান শিক্ষা

মোরা জীবনে ভুলি না যেন কভু,

এই ফরিয়াদ কবুল করো

 বিশ্ব ভ্রমান্ডের মহান ওহে! প্রভু।         

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *