৫৩. তাক্বওয়া

May 14, 2023

৩.

   “তাক্বওয়া”

মুহাঃ মোশাররফ হোসেন

বলতে পারো এই জামানায় কে আসল মুত্তাক্বী?

আদর্শ যাহার হয় রাসুল (সা:) এর, পয়লা তাকে ভাবছো কি?

ভাবতে পারো সঠিক এটা ভাবনা তোমার মন্দ না,

চিন্তা করার মুক্ত দুয়ার কারো তরে বন্ধ না।

সঙ্গী যাহার নিত্য দিনের সূদ, ঘুষ আর দুর্নীতি!

রাসুল (সা:) এর মতো পোষাক থাকলে সে কি হবে মুত্তাকী?

রাখলে কিছু অর্থ-কড়ি সংগোপনে তাহার কাছে!

পাইতো ফেরৎ সঞ্চয়ী সে বহুত বহুত পাচ্ছে লাভে।

আল্লাহর দেওয়া বিধান যতো দু’চরণে পড়লো যে,

প্রান্তসীমা পেরিয়ে সদা বিপক্ষতে চললো যে,

সবাই তাকে বলছে মুখে লোকটা বড় মুত্তাক্বী!

লম্বা জামা, পাগড়ি শিরে আল্লাহ ভীতির শর্ত কি?

লক্ষ টাকার লোভটা যে জন ছাড়তে পারে নি:শেষে,

সুন্দরীর ঐ হাত ছানিতে দেয় না সাড়া ফিন শেষে।

সত্য কথা যার মুখেতে নিত্য দিনে শুনতে পাই,

পরের হাতে যে জনেতে হরহামেশা জান খোয়ায়,

পোষাক কিছু ঘাটতী বলে মুত্তাক্বী কেউ বলবে না,

চালাকি আর প্রতারনা আল্লাহর কাছে চলবে না।

আল্লাহর ভীতি যার হৃদয়ে আছে সব সময়ে হয় না ভুল,

এটাই হলো ঠিক তাক্বওয়া ভক্ত আল্লাহর ধক্ত মূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *