৪৪. বিদ-আত

May 13, 2023

৪৪.

            বিদ-আত

মুহাঃ মোশাররফ হোসেন

ধর্মের নামে, ইবাদতের মধ্যে নতুন কিছু বাড়তি আবির্ভাব করাই হলো বিদ-আত।

ক্ববুল হবে না নফল, ফরজ, ওয়াজিব, কোনো ইবাদত,

যে ব্যাক্তি করিবে বিদ-আত।

বিদ-আত করলে মানুষ হবে পথভ্রষ্ট,

বিদ-আতির আমল হয়ে যাবে সব নষ্ট।

হাউজে কাউছারের পানি পাবে না করলে বিদ-আত,

বিদ-আতীর জন্য নেই রাসুলের পাবে না কোনো শাফা-আত।

যদি বিদ-আত করে কোনো সম্প্রদায়,

সমপরিমান সুন্নাত সেখান থেকে উঠে যায়।

বিদ-আতীরা সারা জীবন করে যায় ভুল,

বিদ-আতকারীদের তওবা হয় না ক্ববুল।

বিদ-আতীদের জন্য আল্লাহ ও রাসূলের অভিশাপ,

ভেবে দেখো বিদ-আত কতো বড় পাপ?

বিদ-আত করলে মানুষ হয়ে যায় গোমরাহ,

গোরাহীর পরিনাম হলো জাহান্নাম।

সালাতের পরে হাত তুলে সম্মিলিত মুনাজাত, মিলাদ, শবেবরাত!

শরীয়াত সবগুলোই নিঃসন্দেহে বিদ-আত।

হে বিদ-আতিরা হও হুঁশিয়ার সাবধান,

শরীয়াতে নতুন আমল সবই হবে প্রত্যাক্ষান।

আসুন সবাই মিলে বিদ-আত মুক্ত জীবন-জাপন করি,

রাসুলের আদর্শে আমল করে জান্নাতী জীবন গড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *