২৭. কর্তব্য

May 12, 2023

২৭          

              “কর্তব্য”

মুহাঃ মোশাররফ হোসেন

রোদের প্রখরতায় তার গায়ের ঘাম মাটিতে ছুঁয়েছে,

জ্বরের ঘোরে ঔষধ না খেয়েও টাকা জমিয়েছে,

তালিযুক্ত শার্ট বার,বার স্যালাই করেছে,

সুখকে ধৈর্য্যের বোতলে আমানাত রেখে সন্তানের হাসি মুখ কিনেছে!

এগুলো একটা বড় দৃষ্টান্ত,

এটা আমার এবং আমাদের বাবার দৃষ্টান্ত।

অথচ বাবার বয়সের উপসংহারে 

কেউ পড়ে থাকে অবহেলার আশ্রয়ে;

কারোর বাসিন্দা হয় বৃদ্ধশ্রমে:

কারো চোখের অশ্রুতে একাকীত্বের চিলেকোঠা পরিপুর্ণ হয়!

অথচ তারা ছিল আমাদের শৈশবের খুটি, দুর্বল কালের অন্ন।

তাই অবজ্ঞ কিংবা অবহেলা নয়;

“বাবা”হোক আমাদের মাথার মুকুট,

আর “মা” হোক আমাদের শৈশব,

তাদের অসুখে আমরা হবো ঔষধ;

তাদের ক্ষুদায় আমরা হবো অন্ন,

তাদের দুর্বলতা সরিয়ে আমরা হবো খুটি,

তাদের একাকীত্বে আমরা হবো তাদের ভরসার ছায়া।। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *