২৫০, মন ভূলা

September 19, 2023

মন ভূলা

মুহাঃ মোশাররফ হোসেন 

নাম আমার ভূলা

মনটা আমার খুলা,

সবাইকে নিয়ে চলতে

যেয়ে নাম হয়েছে মন ভূলা।

সব লোকে বলে 

আমি নাকি মন ভূলা,

সবাইকে আপন ভেবে

নিয়তির সাথে করছি খেলা।

আপন ভেবে কাছে এসে 

করছে তোমায় অশান্তি,

এসব লোক থেকে দূরে থেকো

পাবে তুমি মনে শান্তি।

মা বাবার দেওয়া 

নাম আমার ভূলা,

লোকে বলে 

আমি নাকি মন ভূলা।

স্বার্থের লোভে থাকে মানুষ

বাজারে বসেছে মেলা,

নিজেকে কন্ঠল করো

নইলে তোমায় নিয়ে করবে লোকে খেলা,

নাম আমার ভূলা

লোকে বলে আমি নাকি মন ভূলা।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *