২৩. অপেক্ষা

May 12, 2023

২৩.

“অপেক্ষা”

মুহাঃ মোশাররফ হোসেন

তুমি আমাকে ভুলে যাবে! 

আমি ভাবতেও পারিনি।

আমাকে মন থেকে মুছে ফেলে

তুমি আছো এই সংসারে,

হাটছো বারান্দায় মুখ দেখছো আয়নাই!

আঙ্গুলে জড়াচ্ছো চুল!

দেখছো তোমার সিথি দিয়ে বেরিয়ে গেছে অন্তহীন উদ্যানের পথ,

দেখছো তোমার হাতের তালুতে ঝলমল করছে রুপালী শহর,

আমাকে মন থেকে মুছে ফেলে

তুমি অস্তিতত্বের ভু-ভাগে ফুটাচ্ছো ফুল

আমি ভাবতেও পারিনি।

যখনি ভাবি হঠাৎ কোনো একদিন তুমি আমাকে ভুলে যেতে পারো,

যেমন ভুলে গেছো অনেক আগে পড়া পুরানো দিনে সেই স্মৃতি।

আর আমার আর্তনাদ ঘুরপাক খেতে খেতে অবসন্ন হয়ে এক নিশ্চুম সময়,

ভ্রশট পথিকের চিৎকারে হারিয়ে যায় এই বিশাল মরু-ভুমিতে।

বিদায় বেলায় সাঝটাজ আমি মানিনা

আমি চায়  তুমি আবার এসো ফিরে, 

সব অশ্লীল বর্বর চিৎকারে স্তব্দ করে,

ফিরে এসো তুমি ফিরে এসো আমার এই ছোট্র চিলেকোঠায়,

মিশে যাও স্পন্দনে আমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *