২১. আসল দল

May 12, 2023

২১.
“আসল দল”

মুহাঃ মোশাররফ হোসেন

সত্য করে বলরে তোরা ইনসাফ করে বল,
ইসলাম নিয়ে ভাগা-ভাগী কোনটা আসল দল?


দলাদলির নাইকো ভিত্তি আমল হবে সার,
কুর-আন হাদীছ জেনে শুনে সঠিক আমল কর।


একটি দল মুক্তি পাবে সেটাই রাসুলের দল,
পীর-বুযরগো গাউছ-কুতুব যাবে রসাতল।


হিসাব-নিকাশ হবে একদিন মীজানের পাল্লায়,
বাহাত্তর দল হবে জাহান্নামী করছো দলের বড়াই?


দলাদলি ভুলে গিয়ে আমল করো খাটি,
সব ক্ষমতা ফুরিয়ে যাবে ঠিকানা হবে মাটি।


এসো ভাই সবাই মিলে করি দ্বীনের কাম,
আহলে হাদীছ নামেই একটি দল’ নেই কোনো উপনাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *