১৪০. হায়রে জীবন 

May 21, 2023

হায়রে জীবন 

মুহাঃ মোশাররফ হোসেন 

 মনের মাঝের চাপা যন্ত্রনা আর কান্না

আমি আমার নিজের মধ্যেই পোষে রাখি,

আমার এই বেদনাময় হৃদয়ের ক্ষত

নানা কষ্ঠে রাখি আমি ঢাকি।

হৃদয়ে জমানো আছে বহু ব্যাথার পাহাড়

তবু আল্লাহকে স্বাক্ষী রেখে বলি ভালো আছি,

সৌজন্যবোধ সেতো দেখাতেই হয়

এই মন গড়া সমাজে যখন বাঁচি।

মানুষের হৃদয়ের গভীরে লুকিয়ে আছে 

বেদনা আর কান্নার হাট,

বাহির থেকে বুঝা যায়না কিছু 

ভিতরেই যতো বিভ্রাট।

মানুষের মনে এতো প্রেম ভালোবাসা

তবু কেনো মনে হয় এত অসহায়,

মানুষই ভেঙ্গে দেয় মানুষের মন

তারই কারনে প্রেম ভালোবাসা মুহুর্তে উধাও হয়ে যায়।

ক্ষুদ্র স্বার্থ আর অহঙ্কারবোধ যদি

মানুষের মনে না জাগতো!

মানুষের মন পুত পবিত্র থেকে

মানুষের কাজেই লাগতো।

মানুষের হৃদয়ে ব্যথা বেদনা থাকবে

থাকবে পাশাপাশি সুখ,

সবকিছু মেনে নিয়েই জীবন চলছে

আশায় বাঁধছি বুক।

হায়রে জীবন! পথখানি তোর

কেনো এতো আঁকা-বাঁকা,

একটাই যখন মানব জীবন

বেদনার ঘরটা রাখলে না কেনো ফাঁকা !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *