কবিতা ২৫৮. “ধর্য্য”

October 10, 2023
ধর্য্য
মুহাঃ মোশাররফ হোসেন 
ধর্য্য হলো আল্লাহর পছন্দ,
সেই ধর্য্য নিয়ে শুরু করছি কবিতা/ছন্দ।
সফলতার জন্য ধর্য্যের প্রয়োজন,
সেই গুণকে আমরা করি সমর্থন।
ধর্য্যশীল মানুষ হয় মহৎ,
সেই কারনে পাই সে সঠিক পথ।
ধর্য্যকে করো না কারো সমান,
এটি হলো আদর্শ ব্যাক্তির মান।
ধর্য্য সঙ্গী হলে আপনি উপরে উঠতে পারেন,
জীবনের যে কোন চ্যালেঞ্চে সমর্থন করতে পারেন।
ধর্য্য নিয়ে জীবন সুন্দর হয়,
সকল বিপদে মাথা উঁচু রাখতে সহায়ক হয়।
ধর্য্য নিয়ে লিখলাম কবিতা/ছন্দ,
সেই কবিতা/ছন্দ পড়ে করিবে পছন্দ।
এই কবিতা/ছন্দ পড়ে যদি করো সমর্থ,
তবেই হতে পারে আমার এই লেখার স্বার্থ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *